তিনি বলেন, ‘সরকার করোনা মোকাবিলায় যেমন একবারে ব্যর্থ, চরম উদাসীনতা, অবহেলা ও দুর্নীতির কারণে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঠিক তেমনি বন্যার বিষয়েও সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা, মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে।’
রাজধানী উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্যকালে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা সরকারের এ অবহেলা উদাসীনতার এবং নিষ্ক্রিয়তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বন্যার প্রয়োজনীয় ত্রাণের যথাযথ ব্যবস্থার গ্রহণের দাবি জানাচ্ছি।’
বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, বন্যায় গৃহহারা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে একটি জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে। এ কমিটি শিগগিরই কাজ শুরু করবেন।
ফথরুল বলেন, সরকার কুড়িগ্রাম ও লালমনিরহাটের মত কিছু এলাকায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। তবে, মানুষ বলছে তারা কোথাও ত্রাণ পাচ্ছে না। সরকার যখনই ত্রাণ দিতে চেয়েছে, তখন ক্ষমতাসীন দলের লোকেরা কী ধরনের চুরি করেছে, তা দেশবাসী দেখেছে।